• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

যশোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ডিসেম্বর ২০১৯, ১১:৫৭
নিহত ছাত্রলীগ ছুরিকাঘাত
ফাইল ছবি

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাতে সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের তারোপাড়ার আমতলায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগ নেতার নাম জনি (২২)। তিনি ওই গ্রামের সিরাজের ছেলে।

স্থানীয়রা জানান, জনি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। তিনি দীর্ঘদিন ধরে মাটি-বালু ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি এলাকার একটি পুকুরে বালু ক্রয় করা নিয়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহিন আলমের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। সোমবার রাতে জনি আমতলা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত পরিচয়ের লোকজন এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলে জনি ও শাহিনের মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
বেক্সিমকোর ৪০ শতাংশ কর্মীর অস্তিত্ব নেই: বাণিজ্য উপদেষ্টা
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর কারাগারে
রাজবাড়ীতে কাঠের ফ্রেম চাপায় শ্রমিক নিহত