• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আশুলিয়ায় খড়ের ট্রাকে আগুন

সাভার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ ডিসেম্বর ২০১৯, ১০:৩৪
আগুন  ফায়ার সার্ভিস
খড়ের ট্রাকে লেগে যাওয়া আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস

সাভারের আশুলিয়ায় একটি খড় বোঝাই চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সড়কের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ১১টার দিকে আশুলিয়া বাজারের গরুর হাটের পাশে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ওই ট্রাকটি বগুড়ার শেরপুর থেকে খড় বোঝাই করে আশুলিয়া বাজার এলাকার গরুর হাটে আসছিল। এ সময় সড়কের পাশে থাকা বিদ্যুৎ সঞ্চালনের লাইনের তারের সঙ্গে ট্রাকে থাকা খড়ের সংস্পর্শে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে। এতে ট্রাকে থাকা সমস্ত খড়সহ ট্রাকটি পুড়ে যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম আরটিভি অনলাইনকে জানান, ট্রাকে অধিক পরিমাণে খড় বোঝাই করায় তা অনেক উঁচু হয়ে ছিল। এ কারণে সড়কের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সঙ্গে দুর্ঘটনাবশত সংস্পর্শে আসলে এতে আগুন ধরে যায়।

খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আশপাশে পানির কোনও উৎস না থাকায় আগুন নেভাতে তাদের বেশ বেগ পেতে হয়। তবে ততক্ষণে ট্রাকে থাকা অধিকাংশ খড় পুড়ে যায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
বইমেলায় ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস ‘আগুনজনম’ 
তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭৬
দেশের ৬৮ ভাগ বাস-ট্রাকচালক কানে শোনেন না: পরিবেশ উপদেষ্টা