• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

দৌলতদিয়া-পাটুরিয়ার উভয় ঘাটে তীব্র যানজট

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ ডিসেম্বর ২০১৯, ১০:৪১
ফেরি যানজট দৌলতদিয়া পাটুরিয়া
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশায় কারণে দীর্ঘ ১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফের ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয়ঘাটে প্রায় সহস্রাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় ঘাটে আটকা পরায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ঘাটে অপেক্ষা করে নদীর হিমেল হাওয়ায় প্রচণ্ড শৈত্যপ্রবাহে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এর আগে নদীতে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই নৌরুটে ১৫টি ফেরি নিয়মিত চলাচল করছে। রাতে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ শুক্রবার আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সকাল আটটা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বিআইডব্লিউটিসির সূত্রে জানা যায়, এ নৌপথ দিয়ে প্রতি ২৪ ঘণ্টায় তিন থেকে চার হাজার গাড়ি পার হয়। দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকায় সরকার দুই লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ ঘণ্টা পর দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ