নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৬১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার চরকিং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন ইয়াবা ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান নিয়ে চরঈশ্বর বাংলাবাজার ঘাট থেকে তার বাড়িতে আসছিল। সে মোতাবেক কোস্টগার্ডের একটি টিম অভিযান চালিয়ে চরকিং ইউনিয়নের খাসের হাট এলাকার চরকৈলাশ গ্রাম থেকে মো. সাইফুল নামের একজনকে ১৬১পিস ইয়াবাসহ আটক করে। আটক সাইফুল চরকিং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের চরককৈলাশ গ্রামের মো. মঈন উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, সাইফুল দীর্ঘদিন এলাকায় থেকে ইয়াবার ব্যবসা করে আসছিল।
এ ব্যাপারে কোস্টগার্ড বাদী হয়ে শুক্রবার সকালে হাতিয়া থানায় একটি মামলা করে।
জেবি