• ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
logo

বাসচাপায় ছেলের মৃত্যু, মা-বাবা হাসপাতালে

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ জানুয়ারি ২০২০, ১৩:০৭
আহত হাসপাতাল বাস
আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে

টাঙ্গাইল সদর উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের বাবা-মা।

শনিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফাহিম (১২)। আহত ফাহিমের বাবা আল-মামুন (৫০) ও মা সুমি আক্তার (৩৫)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি টাঙ্গাইল পৌরসভার কলেজপাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, আহত আল-মামুন বাসাইল তার শ্বশুরবাড়ী থেকে মোটরসাইকেলে করে তার পরিবার নিয়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া মোড়ে পৌঁছলে উত্তরবঙ্গগামী একটি বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

আহত সুমি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু, যে ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু
নোবিপ্রবি শিক্ষার্থী আনিকার মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবিতে বিক্ষোভ
হাতির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, অভিনেতার মৃত্যু
X
Fresh