• ঢাকা সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
logo

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা, আরটিভি অনলাইন

  ০৪ জানুয়ারি ২০২০, ১৭:১৭
শ্রমিক মৃত্যু নির্মাণ
প্রতীকী ছবি

চট্টগ্রামে মীরসরাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার অর্থনৈতিক অঞ্চলের (বঙ্গবন্ধু শিল্পাঞ্চল) বামনসুন্দর স্লুইসগেট এলাকায় সেতু নির্মাণের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিকের নাম মো. রুবেল। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার হাজীপাড়া এলাকার মোহাম্মদ শফির ছেলে।

তিনি সেতু তৈরির কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমীন কনস্ট্রাকশনের উপ-ঠিকাদারের কর্মী ছিলেন রুবেল। আল আমীন কনস্ট্রাকশনের কর্মকর্তা মাহবুবুল হক বলেন, গ্র্যান্ডিং মেশিনের বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রুবেল। এটি একটি দুর্ঘটনা। তার পরিবারকে সাধ্যমতো ক্ষতিপূরণ দেওয়া হবে।

মীরসরাই থানার উপ-পরিদর্শক মাহফুজুল আলম আরটিভি অনলাইনকে বলেন, রুবেলের মরদেহ থানায় রেখে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সম্মতি থাকলে মামলা ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু, যে ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু
নোবিপ্রবি শিক্ষার্থী আনিকার মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবিতে বিক্ষোভ
হাতির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, অভিনেতার মৃত্যু
X
Fresh