• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

নৈশপ্রহরীকে হত্যার পর ২২ লাখ টাকা লুট

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ জানুয়ারি ২০২০, ১৩:০৩
নিহত হত্যা লুট
নিহত নৈশপ্রহরী এরশাদুল হক

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় একটি বাজারে নৈশপ্রহরীকে হত্যার পর তিনটি দোকান থেকে ২২ লাখ টাকা লুট করে নিয়েছে ডাকাতরা।

রোববার দিনগত রাতে উপজেলার জোড়গাছ বাজারে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম এরশাদুল হক (৫৫)। তিনি প্রায় ১০ বছর ধরে এই বাজারে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এ সময় বাজারের সিসি ক্যামেরা ভেঙেও নিয়ে যায় ডাকাতরা।

জোড়গাছ বাজার কমিটির সেক্রেটারি ও রমনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল আরটিভি অনলাইনকে জানান, পরিকল্পিতভাবে এই বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। আনুমানিক রাত তিনটার দিকে ঘটনাটি ঘটে থাকতে পারে। এ সময় ডাকাতরা নৈশপ্রহরী এরশাদুল হককে বাজারের মকবুলের চায়ের দোকানের সামনে একটি বাঁশের মধ্যে হাত-পা বেঁধে মুখে গামছা গুজে শ্বাসরোধে হত্যা করে। ডাকাতরা বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী নজির হোসেন, ফারুক মিয়া ও লাবু বুক স্টোরের সার্টারের তালা ভেঙে ভেতরের মালামাল ও ক্যাশ লুট করে।

পুলিশ আজ সোমবার সকালে ঘটনাস্থলে এসে ফারুক মিয়ার দোকান থেকে এক পাটি জুতা জব্দ করেছে বলে তিনি জানান।

সবচেয়ে বড় ক্ষতির শিকার ব্যবসায়ী নজির হোসেন জানান, তার গালামালের দোকানের ভল্ট ভেঙে ডাকাতরা নগদ ১৫ লাখ টাকা ও তিন থেকে চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় তারা সিসি ক্যামেরা ভেঙে নিয়ে যায়।

অপর ব্যবসায়ী ফারুক মিয়া জানান, তার দোকান থেকে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে।

লাবু বুক স্টোরের মালিক লিটন জানান, তার ভল্ট থেকে সাড়ে নয় হাজার টাকা ও মালামাল নিয়ে গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, তদন্ত কার্যক্রম চলছে। দোষীদের খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা-ছেলে হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
সিলেট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৬ নভেম্বর)
স্কুলছাত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন