• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সিট ১২টি, রোগী ভর্তি ৭০ জন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ জানুয়ারি ২০২০, ১৮:৩৭
হাসপাতাল রোগী ভর্তি
টাঙ্গাইল জেনালের হাসপাতালের মেঝেতে ভর্তি রোগী

আবারও টাঙ্গাইলের তাপমাত্রা কমতে শুরু করেছে। টাঙ্গাইল আবহাওয়া অফিসের দেওয়া তথ্যানুযায়ী আজ জেলায় সকাল বেলায় তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এতে করে বেড়েছে শীতের তীব্রতা। ফলে দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষ। বেড়েছে শীতজনিত নানা রোগ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. সদর উদ্দিন আরটিভি অনলাইনকে জানান, প্রতিদিনই হাসপাতালে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অনেক রোগী ভর্তি হচ্ছে। বিশেষ করে শিশু রোগীর সংখ্যা অনেক বেশি। শুধু ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছে ১২ সিটের বিপরীতে ৭০ জন। আর ২৫০ শয্যা হাসপাতালে মোট রোগী ভর্তি রয়েছে ৫৪২ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আবুল ফারেজ আরটিভি অনলাইনকে বলেন, শীতকালে বাচ্চাদের নানা রোগ হয়। তার মধ্যে ডায়রিয়া ও ব্রংকোলাইটিসের প্রকোপ বেশি থাকে। একটু সাবধানে থাকলে ও পরিচ্ছন্ন থাকলে এই রোগগুলো থেকে অনেকটাই মুক্ত থাকা যায়। তিনি এই সময় শিশুদের প্রতি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতকালে দ্রুত পা গরম করতে যা করণীয়
শীতে ফুলকপির রোস্ট তৈরি করবেন যেভাবে
শীতকালে খুশকি দূর করার ঘরোয়া ৩ উপায়
১৬ লাখ টাকার বিনিময়ে কলেজছাত্রীকে ডিভোর্স দিলেন এএসআই!