আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও দুই নারীর মৃত্যু
রংপুর অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তাই শীতের কবল থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, রংপুর নগরীর কোটার পাড়া এলাকার মৃত সাকির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম ও নগরীর স্টেশন আলমনগর মহল্লার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম।
বার্ন ইউনিটের চিকিৎসক ডা. এম এ হামিদ পলাশ আরটিভি অনলাইনকে জানান, এই দুই নারী আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে গেল চার জানুয়ারি বার্ন ইউনিটে ভর্তি হন। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল।
গেল ১৫ দিনে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নয়জন মারা গেছেন বার্ন ইউনিটে। এদের মধ্যে সাতজন নারী ও দুইজন শিশু। এদিকে গত দুদিনে আরও তিন জন নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এদের মধ্যে একজনের শরীরের ৪৫ থেকে ৫০ ভাগ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।
বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ৩০ জন চিকিৎসাধীন আছেন।
জেবি
মন্তব্য করুন