• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল: মোরশেদ আলম (ভিডিও)

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ জানুয়ারি ২০২০, ১১:৩১

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে ধর্ম নিরপেক্ষ ও সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল হিসেবে স্থান করেছে নিয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত করেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) নিজ গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ির নাটেশ্বর গ্রামে হাজি মুসলিম মিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ধর্মান্ধ না হয়ে ধর্ম ভীরু হওয়া উচিৎ। তবেই বাংলাদেশ সব ধর্মের মানুষের পারস্পারিক সম্প্রীতির মেলবন্ধন হিসেবে স্থান করে নিতে পারবে। আর এতেই বাংলাদেশ হয়ে উঠবে শান্তির রোল মডেল।

অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি আলহাজ মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মাদরাসা প্রতিষ্ঠাতা হাজি মো. বাকের হোসেন, শিল্পপতি ও সমাজ সেবক মো. ইলিয়াস মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন খোকন প্রমুখ।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় মিলল
সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে স্বীকৃতি দিলো বাংলাদেশ
বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, পদ ৫৬১