• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

মানিকগঞ্জে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ জানুয়ারি ২০২০, ০৯:১৯
গণধর্ষণ গৃহবধূ মামলা
প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গেল বুধবার রাতে উপজেলার চারিগ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূকে চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা করেছে। এর আগেই পুলিশ চারজনকে আটক করে। মামলা হওয়ার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিংগাইরের চারিগ্রাম এলাকার মো. লেবু (৪০), মতিয়ার রহমান (৪৫), আব্দুল মাজেদ (৪০) ও মো. জহুর (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই নারী চারিগ্রাম এলাকায় দুই সন্তান ও স্বামীকে নিয়ে বসবাস করেন। গেল বুধবার রাত ১২টার দিকে ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত। এরপর তারা ওই গৃহবধূর স্বামীকে হাত-পা বেঁধে পাশের ঘরে আটকে রাখে। পরে পাঁচজন মিলে ওই নারীকে ধর্ষণ করে।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। পরে পুলিশ ওই নারীর স্বামীর দেওয়া তথ্য মতে চারজনকে আটক করে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারীর স্বামী বাদী হয়ে আটক চারজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান আরটিভি অনলাইনকে জানান, গণধর্ষণ মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
গৃহবধূকে শিকলে বেঁধে নির্যাতন, থানায় মামলা
বসতবাড়ির রান্নাঘরে ফেনসিডিল, গৃহবধূ গ্রেপ্তার
শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, আটক ১