• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নাটোরে জব্দের পর ১৫ মণ ভেজাল গুড় ধ্বংস

নাটোর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ জানুয়ারি ২০২০, ১৭:৪৭
গুড় ধ্বংস নাটোর
ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ১৫ মণ গুড় ধ্বংস করা হয়, ছবি: আরটিভি অনলাইন

নাটোরের লালপুর উপজেলায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে ১৫ মণ গুড় ধ্বংস করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন।

দীর্ঘদিন ধরে ভেজাল গুড়ের কারখানা তৈরি করে ব্যবসা করে আসছিলেন ওয়ালিয়া গ্রামের আব্দুলের ছেলে আলম। তথ্য সংগ্রহ করার জন্য সাংবাদিকরা কারখানায় গেলে তারা সাংবাদিকদের দেখে পালিয়ে যায়।

বিষয়টি জেলা প্রশাসক মো. শাহরিয়াজকে জানানো হলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি।

তিনি জানান, খেজুরের ঝোলাগুড়, চিনি, কাপড়ের রং, সোডা ও আটা দিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসি। এরপর কারখানাটি থেকে ঝোলাগুড়, রং ও চিনি দিয়ে তৈরি ১৫ মণ ভেজাল গুড় জব্দ করি। পরে জব্দ করা গুড় ও গুড় বানানোর উপকরণ ধ্বংস করা হয়।

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহে ভেজাল গুড় কারখানায় অভিযান, জরিমানা
গাজার ধ্বংসস্তূপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালক-দুলাভাই নিহত
বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পলাতক আসামি গ্রেপ্তার