ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

হিলিতে ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

রোববার, ১৯ জানুয়ারি ২০২০ , ০৪:৩২ পিএম


loading/img
দিনাজপুরের হিলিতে ফেনসিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক করেন পুলিশ

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪১২ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ রোববার ভোরে হিলি সীমান্তের ক্যাম্প পট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে হাকিমপুর থানা পুলিশ। আটক হওয়া মাদক ব্যবসায়ীরা হলেন, রিংকু মিয়া, রাকেশ হোসেন, আরজু মিয়া, হানিফ মন্ডল ও স্বপন মন্ডল।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ জানান, ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে একদল চোরাকারবারী দেশের অভ্যন্তরে প্রবেশ করছে, এরকম গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আজ ভোরে অভিযান পরিচালনা করেন। এ সময় ভারত থেকে কয়েকজন মাদক চোরাকারবারী মাথায় বস্তা নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরে তাদের তল্লাশী করে ঘটনাস্থল থেকে ৪১২ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |