ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ , ০৭:০৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম। এর আগে বুধবার রাতে পুলিশের মাদকবিরোধী অভিযানের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামোড়া এলাকা থেকে মাদকসহ তাকে আটক করে।

আটক ব্যবসায়ী ওই ইউনিয়নের মাঝিগাছা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো. আবুল কাশেম (৫৫)। 

বিজ্ঞাপন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়েছে। মাদকবিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |