ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম। এর আগে বুধবার রাতে পুলিশের মাদকবিরোধী অভিযানের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নোয়ামোড়া এলাকা থেকে মাদকসহ তাকে আটক করে।
আটক ব্যবসায়ী ওই ইউনিয়নের মাঝিগাছা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো. আবুল কাশেম (৫৫)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়েছে। মাদকবিরোধী বিশেষ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।