• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

অনলাইনে প্রশ্নপত্র বিক্রির অভিযোগে যুবক আটক

জামালপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩০ জানুয়ারি ২০২০, ১৮:০৮
আটক যুবক প্রশ্নপত্র
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক যুবক

জামালপুরে অনলাইনে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে প্রতারক চক্রের একজনকে আটক করেছে র‌্যাব-১৪ একটি দল।

গতকাল বুধবার তিনটার দিকে সদর উপজেলার ছনটিয়া গোপীনাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সুজন মিয়া (২০)। তিনি উপজেলার দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।

আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর র‌্যাব-১৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামালপুর র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মো.তোফায়েল আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত ওই প্রতারক সুজন মিয়া বিভিন্ন সামাজিক যোগাযোগ (ফেসবুকে) মাধ্যমে টাকার বিনিময়ে আগামী এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে বিক্রি করছিল। ভুয়া প্রশ্নপত্র বিক্রির মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত তিনটার দিকে ছনটিয়া এলাকার গোপিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও ভুয়া প্রশ্নপত্র জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, তার ফেসবুক পেইজে ১৮টি ভুয়া প্রশ্নপত্র পাওয়া যায়। তিনি অন্য একটি গ্রুপের মাধ্যমে ওইসব প্রশ্ন সংগ্রহ করতেন।

তিনি ৫০০ থেকে ১০০০ টাকায় এসব প্রশ্নপত্র বিক্রি করে আসছিলেন। দীর্ঘদিন ধরে তিনি এ কাজটি করছেন। তবে এসব প্রশ্ন পুরো ভুয়া। কোন পরীক্ষায় এসব প্রশ্ন হুবহু মিলে যায়নি। তিনি পরীক্ষার্থীদের সঙ্গে একরকম প্রতারণা করছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ কলেজের মঙ্গলবারের পরীক্ষা স্থগিত
ডিগ্রি পরীক্ষার সময় বাড়ল ৩০ মিনিট
৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিলো ঢাবি
ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল দুই দিন