• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মাও নিহত

বগুড়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১০
নিহত মা ছেলে
ফাইল ছবি

বগুড়ার কাহালু উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলেকে ট্রেনে কাটা থেকে বাঁচাতে গিয়ে মা ফেলানী বেগমও নিহত হয়েছেন।

গতকাল সোমবার দুপুরে কাহালু রেলস্টেশনের বটতলার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, উপজেলার সাগাটিয়া এলাকার ফেলানী বেগম (৫২) স্টেশন এলাকায় খাবারের দোকান চালাতেন। মাদকাসক্ত ছেলে রাজবাবু (২৮) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। টাকার জন্য প্রায়ই মাকে ট্রেনে কেটে আত্মহত্যার হুমকি দিতেন। সোমবার দুপুরেও একই হুমকি দেয়ার এক পর্যায়ে প্ল্যাটফর্ম থেকে রেললাইনে ঝাঁপ দেন রাজ। এসময় বগুড়া স্টেশন থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে প্রবেশ করছিল দেখতে পেয়ে মা ফেলানী ছেলেকে বাঁচাতে দোকান ছেড়ে রেললাইনে চলে যান। পরে ওই ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে দুজনেরই মৃত্যু হয়। পরে থানা পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করেন। বিকেলে তাদের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সখীপুরে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ মিলল লেবু বাগানে
ভারতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, নিহত ১২
নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
গাজার ধ্বংসস্তূপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার