• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

খতনার সময় শিশুর গোপনাঙ্গ কেটে ফেললো হাজাম

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩২
খতনার সময় শিশুর গোপনাঙ্গ কেটে ফেললো হাজাম
ফুরকান আলী

কুষ্টিয়ায় সুন্নতে খতনা করার সময় এক শিশুর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগে ফুরকান আলী (৭০) নামে এক হাজামকে আটক করেছে পুলিশ। আটক হাজামের বাড়ি সদর উপজেলার কবুরহাট খলিফাপাড়া গ্রামে।

আজ বৃহস্পতিবার শহরের উদিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, আহত শিশু সাদিক হোসেনকে (৯) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় উদিবাড়ি গ্রামের আকতার হোসেনের ছেলে। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওহিদুল আলম জানান, শিশু সাদিকের গোপনাঙ্গের দুই তৃতীয়াংশ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জরুরি সার্জারি বিভাগে শিশুটির রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় শল্য চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটিকে বাঁচানো গেলেও পরবর্তীতে কতটুকু স্বাভাবিক হতে পারবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

শিশু সাদিকের বাবা আকতার হোসেন বলেন, আজ সকাল ৯টার দিকে ছেলের খতনা করতে হাজাম ফুরকান আলী বাড়িতে আসেন। পরে খতনা করতে গিয়ে পর পর দুইবার ক্ষুর চালিয়ে ছেলের গোপনাঙ্গের মাথা দুই টুকরো করে ফেলে। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরিস্থিতি খুব খারাপের দিকে গেলে ছেলেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানায় ছেলের গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, হাজাম ফুরকান আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না : ডিবিপ্রধান
সুন্নতে খতনা করাতে গিয়ে ফের শিশুর মৃত্যু, খোঁজ নেই ডাক্তার-স্টাফদের
সুন্নতে খতনার সময় শিশুর লিঙ্গ কর্তনের অভিযোগ
আয়ানের মৃত্যু : ১৫ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে