• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

কারা হেফাজতে পুলিশ সদস্যের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৮
নিহত পুলিশ মৃত্যু
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় কারা হেফাজতে থাকা মাদক মামলার আসামি এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে কারাগার থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় তার।

নিহত পুলিশ সদস্যের নাম আসাদুল ইসলাম। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

কারা কর্মকর্তারা জানান, গেলো বছরের ১৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা মাদক ও চাঁদাবাজি মামলার আসামি হিসেবে কারাগারে আসেন আসাদুল। সোমবার দুপুরে আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন আরটিভি অনলাইনকে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে আসাদুল। তিনি দুপুর ১২টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার আধা ঘণ্টা পর তার মৃত্যু হয়।

ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলতে থাকা লাশের পরিচয় মিলেছে
সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা: সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেপ্তারের দাবি আসিফ আকবরের
পুলিশের পোশাক গোলাপি রঙের করার আহ্বান উমামার