• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

আগুনে ঘরের সব মালামাল পুড়ে ছাই, অক্ষত পবিত্র কোরআন

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৪
অগ্নিকাণ্ড,  পবিত্র কোরআন, অক্ষত উদ্ধার
গাজীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘরের ভেতরের সব মালামাল পুড়ে গেলেও অক্ষত অবস্থায় পবিত্র কোরআন শরীফ উদ্ধার। ছবি: আরটিভি অনলাইন

গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি বসত ঘর পুড়ে গেছে। তবে, এতে ঘরের সব মালামাল পুড়ে গেলেও ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনায় ৯টি বসত ঘরে থাকা টিভি ও ফ্রিজসহ সব মালামাল পুড়ে যায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুর মহানগরীর ইসলামপুর এলাকার তোফাজ্জল হোসেনের বাড়িতে দুপুর ২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। অগ্নিকান্ডে বসতবাড়ির ৯টি ঘর পুড়ে গেছে। তবে, অক্ষত অবস্থায় ছিল পবিত্র কোরআন শরিফ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদা উঠানোকে কেন্দ্র করে দ্বন্দ্ব, হামলায় যুবকের মৃত্যু
সাদপন্থী নেতা মুয়াজ ৩ দিনের রিমান্ডে
শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মা-ছেলে দগ্ধ