সাফল্য ধরে রাখার প্রত্যয় বিশ্বকাপ জয়ী রাকিবুলের
সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।
তিনি বলেন, আপনাদের এতো ভালোবাসা পেয়ে আমি চিরঋণী। এভাবেই আমাকে সবসময় সমর্থন দিয়ে যাবেন, আমি যেন দেশের জন্য আরও অনেক ভালোকিছু করতে পারি। সেজন্য এখন আমার প্রধান লক্ষ্য জাতীয় দলে চান্স পাওয়া। সে লক্ষ্য নিয়েই কঠোর পরিশ্রম করে যাব।
বুধবার সকালে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রাকিবুল।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আলী খান পাঠান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।
পরে জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে রাকিবুল হাসানকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেয়া হয়।
এর আগে মঙ্গলবার জেলার ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও নিজ গ্রাম উপজেলার কুড়িপাড়া গ্রামে এলাকাবাসী তাকে বীরোচিত সংবর্ধনা দেয়।
উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ছয় ম্যাচে ১২ টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। একটি হ্যাটট্রিক ও একবার পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব রয়েছে তার।
জেবি
মন্তব্য করুন