• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

অল্পের জন্য রক্ষা পেলেন ২ ট্রেনের শত শত যাত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৩
অল্পের জন্য রক্ষা পেলেন ২ ট্রেনের শত শত যাত্রী

ভুল সিগন্যালের কারণে কিশোরগঞ্জের মানিকখালী রেল স্টেশনে দুই ট্রেন মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। তবে চালকের বুদ্ধিমত্তার কারণে অল্পের জন্য রক্ষা পেয়েছেন শত শত যাত্রী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রা‌ত সা‌ড়ে ১০টার দি‌কে কি‌শোরগঞ্জ-ভৈরব রু‌টের মা‌নিকখালী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।‌

কি‌শোরগঞ্জ জিআর‌পি থানার ওসি মো. আব্দুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে‌ছেন।‌ তি‌নি জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ২৪৪ ডাউন লোকাল ট্রেনটি মা‌নিকখালী স্টেশনের দুই নম্বর লাইনে দাঁড়ি‌য়ে ছিল। ঢাকা থেকে কি‌শোরগ‌ঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ৭৪৯ এগার‌সিন্ধুর গোধূ‌লী ট্রেন‌কে লাইনম্যান আসাদ একই লাইনে প্রবেশের সিগন্যাল দেন।

স্টেশনে প্রবেশের সময় একই লাইনে আরেক‌টি ট্রেন দাঁড়া‌নো দেখে এগার‌সিন্ধুর ট্রেনের চালক প্রায় কাছাকাছি অবস্থায় ট্রেন থামা‌তে সক্ষম হন। এ সময় দুই ট্রেনের যাত্রীরা ভ‌য়ে চিৎকার শুরু ক‌রেন।

এসময় বড় ধরনের দুর্ঘটনার ভয়ে ট্রেনের মধ্যে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত চালকদের নৈপুণ্যতায় কয়েক গজের মধ্যে মুখোমুখি হয়েও নিয়ন্ত্রণে আসে দুটি ট্রেন।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলন্ত ট্রেনের বগিতে আগুন, নেভালেন স্থানীয়রা
ঢাকা-খুলনা-বেনাপোল রুটে ট্রেনের ভাড়া ও সময়সূচি
বগি ফেলে চলে গেল ট্রেন, এরপর যা ঘটল 
পদ্মা সেতু হয়ে খুলনা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু ২৪ ডিসেম্বর