জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা কমরপুর হাজীপাড়া গ্রামে হঠাৎ করে একটি গেছো বাঘ সদৃশ্য বন্যপ্রাণী ঢুকে পড়েছে। এমন খবর ছড়িয়ে পরলে বন্য প্রাণীটিকে দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে ছুটে যান।
এলাকাবাসীসহ তারা বাঘটিকে উদ্ধারে ব্যর্থ হলে রাজশাহী বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে বন্য প্রাণীটিকে উদ্ধার করে পাশের আরেকটি জঙ্গলে ছেড়ে দেয়।
কমরপুর হাজীপাড়া গ্রামের লাইজু, কুতুবউদ্দিন, নেপাল জানান, বৃহস্পতিবার দুপুরে হাজীপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম তার বাঁশঝাড়ে বন্যপ্রাণিটিকে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা এসে ভিড় জমায়। জনতার ভয়ে ও প্রাণীটি বাঁশঝাড়ে ঢুকে পড়ে।
তারা আরও জানান, বন্য প্রাণীটি ভারত থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে থাকতে পারে।
জয়পুরহাট থানার চকবরকত পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিলাদুন্নবী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন্য প্রাণীসহ এলাকাবাসীর নিরাপত্তার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রাণীটিকে উদ্ধার করে পাশের একটি জঙ্গলে ছেড়ে দেয়।
জেবি