ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

শনিবার, ১৪ মার্চ ২০২০ , ০৪:১২ পিএম


loading/img
ফাইল ছবি

এলাকায় আধিপত্য বিস্তার পূর্ব শত্রুতার জের ধরে নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামে শাফিয়ার মোল্যা শাফি  নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার রাত আটটার দিকে কামালপ্রতাপ বাজারে ঘটনা ঘটে। নিহত শাফি ওই গ্রামের বজলু মোল্যার ছেলে। 

পুলিশ এলাকাবাসী জানান, কামাল প্রতাপ গ্রামের বিদ্যুত জমাদ্দার বাবুল শেখের মধ্যে স্থানীয় আধিপত্য নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। শাফি কামালপ্রতাপ বাজারে একটি চায়ের দোকানে বসে ছিল। প্রতিপক্ষ বিদ্যুত জমাদ্দারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে শাফিকে বেপরোয়াভাবে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। সময় স্থানীয় লোকজন শাফির পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |