ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

শিশুকে ধর্ষণ চেষ্টায় বিজিবি সদস্য কারাগারে

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি অনলাইন

সোমবার, ১৬ মার্চ ২০২০ , ০১:০২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় আবিদপুর গ্রামে প্রথম শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টায় গ্রামবাসী আব্দুল ওয়াদুদ (৪২) নামের এক বিজিবি সদস্যকে আটকে পুলিশ সোপর্দ করেছে

বিজ্ঞাপন

পরে ঘটনায় দায়ের করা মামলায় গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ওয়াদুদ আবিদপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে তিনি কক্সবাজার ৩৪ বিজিবিতে কর্মরত

মামলার বিবরণে জানা যায়, জেলার বুড়িচং উপজলার আবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী নানা বাড়িতে থেকে পড়ালেখা করতো গেল ১১ মার্চ সকালে সে প্রতিদিনের মতো স্কুলে যায় ফেরার পথে একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে বিজিবি সদস্য আব্দুল ওয়াদুদ তাকে আইসক্রিমের লোভ দেখিয়ে তার বাড়ির পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে সময় সে চিৎকার করলে তার হাতে পাঁচ টাকা দিয়ে বাড়ি চলে যেতে বলে বাড়িতে এসে শিশুটি কান্নাকাটি করতে থাকলে  নানা-নানী তার কাছে বিষয়টি জানতে চায় পরে সে সব ঘটনা খুলে বলে ১৪ মার্চ সন্ধ্যায় আব্দুল ওয়াদুদ আবিদপুর বাজার গেলে গ্রামবাসী তাকে বিষয়টি জিজ্ঞাসা করলে সে উল্টো ধমক দেয় নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে লোকজন তাকে মারধরের পর পুলিশে সোপর্দ করে

বিজ্ঞাপন

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ধর্ষণচেষ্টার মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |