বন্ধ স্কুলে বনভোজনের আয়োজন করলেন প্রধান শিক্ষক
সারা দেশে করোনাভাইরাস প্রতিরোধে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে স্কুলে বার্ষিক বনভোজন আয়োজন করায় প্রধান শিক্ষককে আটক পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে জেলা প্রশাসন।
রাজশাহী নগরের শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে এ বনভোজের আয়োজন করা হয়েছিল।
খবর পেয়ে দুপুর একটার দিকে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেকের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি জানান, শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক বনভোজের আয়োজন করা হয়েছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিকভাবে বনভোজন বন্ধ করে দেয়া হয়। এ সময় স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিককে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলেন, তাকে সতর্ক করার জন্য ধরে নিয়ে আসা হয়েছিল। ভুল শিকার করে এ ধরনের কাজ আর করবেন না এমন শর্তে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
জেবি
মন্তব্য করুন