• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

বিদেশফেরতদের বাড়িতে স্টিকার লাগিয়ে দিচ্ছে পুলিশ

জাকির হোসেন স্টাফ রিপোটার ফরিদপুর

  ২২ মার্চ ২০২০, ১৫:২১
ফরিদপুরে বিদেশ ফেরতদের বাড়ীতে স্টিকার লাগিয়ে দিচ্ছে পুলিশ
ফরিদপুর

করোনাভাইরাসে বিপর্যয়ের মুখে গোটা বিশ্ব। ছোঁয়াচে এই রোগ ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও। বিশেষ করে বিদেশফেরতদের মাধ্যমেই দেশে ছড়াচ্ছে কোভিড-19 নামের এই ভাইরাসটি।

এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ২৪ জন, মারা গেছেন ২ জন। এছাড়াও হোম কোয়ারেন্টিনে আছেন প্রায় ১৪ হাজার।

এমন অবস্থায় দেশে ফেরা প্রবাসীদের উপর রাখা হয়েছে বিশেষ নজরদারী। তবু নিয়ম নীতি মানছেন না অনেকে। পরিবার নিয়ে ঘুরছেন, আড্ডা দিচ্ছেন বিদেশফেরতরা।

এর জন্য ফরিদপুরে কোরানাভাইরাস রোধে জেলা পুলিশ বিভাগ বিদেশ ফেরতদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা বাড়িগুলোতে নম্বর যুক্ত স্টিকার লাগিয়ে দেয়া হচ্ছে।

এদিকে করোনা সচেতনতায় ফরিদপুরের জেলা পুলিশ-জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ সম্মিলিত ভাবে এ বিষয়ে জনসচেতনতায় কাজ করছে। চলছে লিফলেট বিতরণ ও মাইকিং ।

ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, গত ৬ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ৪৪টি দেশ থেকে ৩ হাজার ৬৩ জন ফরিদপুরে এসেছে। এদের মধ্যে ৬৮২ জনকে হোম কোয়ারান্টিন থাকার নিদের্শ দেয়া হয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকা বাড়ি গুলোতে নম্বর যুক্ত স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে।

এমআর/

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাঙ্কিপক্স নিয়ে নতুন যে তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৩
করোনায় প্রাণ গেল আরও একজনের
অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত