• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

চট্টগ্রামে পৌঁছেছে করোনা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার কিট

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ মার্চ ২০২০, ১২:৩২
চট্টগ্রামে পৌঁছেছে করোনা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার কিট
ছবি প্রতীকী

চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তকরণ কিট ঢাকা থেকে এসে পৌঁছেছে। আজ বুধবার ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে প্রাথমিকভাবে এক হাজার কিট এসেছে। ফলে এখন থেকে চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তকরণ কাজ করা যাবে।

জানা গেছে, সীতাকুণ্ডের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) করোনা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এজন্য এই কিটগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আজ বিকেলের মধ্যে আরও কিট আসবে।

হাসপাতালের পরিচালক এম এ হাসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, করোনা সনাক্তের জন্য ইতিমধ্যে আমাদের হাসপাতালের এক অধ্যাপক ও দু’জন টেকনিশিয়ান ট্রেনিং নিয়েছেন। প্রাথমিকভাবে তাদের তত্ত্বাবধানে চট্টগ্রামের নাগরিকদের করোনা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, করোনাভাইরাস আতঙ্কে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় সভা-সমাবেশ বন্ধ রাখা হয়েছে।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন, টিকিট মিলবে অনলাইনে
চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে কর্ণফুলী মার্কেটে আগুন