গাইবান্ধার বাড়িতে বাড়িতে লাগানো হচ্ছে সতর্কতামূলক স্টিকার
গাইবান্ধা জেলা শহরের করোনা আক্রান্ত দু’জন ব্যক্তির বাড়িসহ তাদের সংস্পর্শে আশা লোকজনের বাড়ি ও বিদেশফেরত ব্যক্তিদের বাড়ি হোম কোয়ারেন্টিন ঘোষণা করে সতর্কতামূলক স্টিকার লাগিয়ে দেয়া হচ্ছে। সেনাবাহিনী করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে।
এদিকে আইইডিসিআরের তিন সদস্যের একটি প্রতিনিধি দল গাইবান্ধা সদর, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও নমুনা সংগ্রহ করছেন।
জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ আরটিভি অনলাইনকে জানান, গাইবান্ধা জেলায় ২৩১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে।
তাদের মধ্যে গাইবান্ধা শহরের খাপাড়া এলাকার আমেরিকা প্রবাসী দু’জন করোনা আক্রান্ত।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ মোতাবেক গাইবান্ধায় জরুরিসেবা ছাড়া সকল দোকান-পাট, অফিস-আদালত বন্ধ রয়েছে। শহরে কোনও যানবাহন চলাচল করছে না। তবে ঢাকা থেকে ছেড়ে আসা গণপরিবহন ও যাত্রীবাহী ট্রাকগুলো শহরে ঢোকার আগেই প্রশাসন যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছে। পরে তারা পায়ে হেঁটে তাদের নিজ নিজ গন্তব্যে চলে যায়।
সেনাবাহিনীর টিম হোম কোয়ারেন্টিনে থাকা বাড়িগুলো পরদির্শন করে এবং শহরের বিভিন্ন জায়গায় টহল দেয়। বিভিন্ন স্থানে মানুষের সঙ্গে করোনা প্রতিরোধে সচেতনতামূলক কথা বলে।
অপরদিকে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শহরে জীবাণুনাশক স্প্রে করা হয় ।
জেবি
মন্তব্য করুন