জমি চাষ করার সময় পাওয়া গেল হাত গ্রেনেড
পঞ্চগড়ে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জামাল হোসেন আরটিভি অনলাইনকে জানান, পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরী বানিয়াপাড়া এলাকা থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের যতনপুকুরি বানিয়াপাড়া এলাকার কৃষক আনিছুর রহমান তার বর্গা নেয়া জমিতে পাট চাষ করার জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গিয়ে হাত গ্রেনেডটি খুঁজে পান। পরে তা বাড়িতে নিয়ে আসেন। স্থানীয়দের সেটি বোম হিসেবে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়।
পঞ্চগড় সদর থানা পুলিশ হাত গ্রেনেডটি উদ্ধার করে থানায় এনে বালু ও পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদ আরটিভি অনলাইনকে বলেন, এটি অনেক পুরনো একটি হাত গ্রেনেড। এ বিষয়ে রংপুর সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হবে। তারা এসে পরীক্ষা নীরিক্ষা করে বিস্তারিত বলতে পারবেন।
জেবি
মন্তব্য করুন