• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

জমি চাষ করার সময় পাওয়া গেল হাত গ্রেনেড

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০২০, ২০:১৭
হাত গ্রেনেড পঞ্চগড় সেনাবাহিনী
হাত গ্রেনেডটি উদ্ধারের পর বালতিতে ডুবিয়ে রাখা হয়

পঞ্চগড়ে একটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জামাল হোসেন আরটিভি অনলাইনকে জানান, পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরী বানিয়াপাড়া এলাকা থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের যতনপুকুরি বানিয়াপাড়া এলাকার কৃষক আনিছুর রহমান তার বর্গা নেয়া জমিতে পাট চাষ করার জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গিয়ে হাত গ্রেনেডটি খুঁজে পান। পরে তা বাড়িতে নিয়ে আসেন। স্থানীয়দের সেটি বোম হিসেবে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়।

পঞ্চগড় সদর থানা পুলিশ হাত গ্রেনেডটি উদ্ধার করে থানায় এনে বালু পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমদ আরটিভি অনলাইনকে বলেন, এটি অনেক পুরনো একটি হাত গ্রেনেড। বিষয়ে রংপুর সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হবে। তারা এসে পরীক্ষা নীরিক্ষা করে বিস্তারিত বলতে পারবেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশি আটক
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার
জবির দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প সেনাবাহিনী পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
শীতে কাঁপছে পঞ্চগড়, ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা