• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

সবকিছু বন্ধ, ভালো নেই নিম্নআয়ের মানুষ

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ মার্চ ২০২০, ১৫:০০
মানুষ নিম্ন আয় দিনমজুর
ছবি সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় শরীয়তপুর জেলার সর্বত্র দোকানপাটসহ সবকিছুই বন্ধ রয়েছে। সকল ধরনের নৌযান চলাচল গণপরিবহনসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ।

দক্ষিণ পশ্চিমাঞ্চলের খাদ্যদ্রব্য বহনকারী ট্রাক ওষুধপত্র নিয়ে বহনকারী মালবোঝাই ট্রাক পারাপারের জন্য শরীয়তপুর-চাঁদপুর আলুরবাজার ফেরীঘাট চালু রাখা হয়েছে কুমারী কেতকি নামের দুটি ফেরি।

এই দুটি ফেরি জরুরি মালামাল বহনকারী গাড়ি পারাপার করছে। তবে যাত্রীবাহী যানবাহন বন্ধ রয়েছে। রাস্তায় লোকজন মাস্ক পরে চলাচল করছে। তবে সবাই মাস্ক পড়ছে না। মুদি দোকান মেডিসিন দোকান খোলা রয়েছে। কোথাও কোনও জটলা দেখলে আইন প্রয়োগকারী সংস্থা তাদের ছত্রভঙ্গ করে ঘরে যাওয়ার নির্দেশ দিচ্ছে।

সেনাবাহিনীর সদস্যরা শহরে জনগণের সতর্কতার জন্য মাইকিং করছে। সবকিছু বন্ধ থাকার কারণে নিম্মআয়ের মানুষের জীবিকা নির্বাহে কষ্ট হচ্ছে। গেল চার দিনেও তারা সরকারি কোন সহায়তা পায়নি। জেলা স্বাস্থ্য বিভাগ জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের রাস্তায় বাড়ি-ঘরে ব্লিচিং স্প্রে করা হচ্ছে।

শরীয়তপুর-চাঁদপুর নরসিংহপুর আলুর বাজার ফেরীঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার আবদুল মোমেন বলেন, সীমিত আকারে কিছুসংখ্যক কাঁচামাল, খাদ্যদ্রব্য, গ্যাস সিলিন্ডার ওষুধ সরবরাহকারী গাড়ি পারাপার হচ্ছে। গাড়ির সংখ্যা অনেক কম।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান আসলাম চৌধুরীর
দেশ ও মানুষের মঙ্গলে খালেদা জিয়ার সুস্থতা জরুরি: জিএম কাদের
যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, ৭ রাজ্যে জরুরি অবস্থা জারি
দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ