• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

গত দু’দিনে ভোমরা দিয়ে ভারত থেকে এসেছেন ২০৭ বাংলাদেশি

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ১৯:৪১
গত দু’দিনে ভোমরা দিয়ে ভারত থেকে এসেছেন ২০৭ বাংলাদেশি
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে চলাচলে সীমিত করা হয়েছে। এর মধ্যে গত দুই দিনে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমপক্ষে ২০৭ জন বাংলাদেশি ভারত থেকে দেশে প্রবেশ করেছে।

পুলিশের উপ-পরিদর্শক ও ভোমরা ইমিগ্রেমশন পুলিশ ইনচার্জ বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, যারা গত দুই দিনে ভারত থেকে দেশে এসেছেন, তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। তাই তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যারা বাংলাদেশে প্রবেশ করেছেন, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। একই সঙ্গে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

এদিকে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ২৬ মার্চ থেকে বাংলাদেশ ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনার মতো আরেকটি মহামারির আতঙ্ক ছড়াচ্ছে এইচএমপিভি
হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন 
পুরনো সব স্থাপত্যের আদলে নান্দনিক সব কেক
ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে এলো আলু-পেঁয়াজ