• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিরামপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদকব্যবসায়ী নিহত

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০২০, ০৮:৩৫
নিহত বিরামপুর ব্যবসায়ী
ছবি সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক মাদকব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় পুলিশের দুই এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে উপজেলার মিরপুর মাঠের পাশে একটি বাগানে এই ঘটনা ঘটে।

পুলিশের দাবি ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একটি হাসুয়া, দুটি ছোঁড়া ও একশ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির আরটিভি অনলাইনকে জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে একদল মাদক ব্যবসায়ী মাদক নিয়ে আসছে এমন সংবাদ পায় পুলিশ। পরে পুলিশের একটি দল মিরপুর মাঠের পাশে একটি বাগানে অবস্থান নেয়।

এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। অত্মরক্ষার্থে পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

মাদকব্যবসায়ীদের গুলিতে পুলিশের এএসআই শাহাজাহান, এএসআই নিরঞ্জন ও কনস্টেবল দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর পুলিশ লাইন হসপিটালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
X
Fresh