• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে ভুয়া পুলিশকে দেড় মাসের সাজা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০২০, ০৯:৩৬
সাজা পুলিশ ভুয়া
প্রতিকী ছবি

টাঙ্গাইলে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মোবিন (৩৩) নামে এক ভুয়া পুলিশকে দেড় মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান সাজা দেন।

মোবিন টাঙ্গাইল শহরের বটতলা আকুর টাকুর পাড়া এলাকার আশরাফুজ্জামান বাবুল খানের ছেলে।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, মোবিন পুলিশ পরিচয়

দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতো। শহরের ভালুককান্দি এলাকার হুমায়ুন কবিরের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গতকাল সোমবার বিকেলে নতুন বাসটার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবিনকে দেড় মাসের সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্য 
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
X
Fresh