• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

প্রতিপক্ষের হামলায় নিহত হত্যা মামলার বাদী

অনলাইন ডেস্ক
  ০৩ এপ্রিল ২০২০, ১৫:৪৩
হত্যা কৃষক কিশোরগঞ্জ
ফাইল ছবি

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন।শুক্রবার সকালে উপজেলার শিমুলবাঁক ময়নাহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম বাবুল মিয়া। তিনি ওই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুজনকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়নাহাটি গ্রামের কৃষক বাবুল মিয়ার সঙ্গে প্রতিবেশী মাজহারুল, সাজু ও তাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০০৮ সালে উভয়পক্ষের সংঘর্ষে বাবুল মিয়ার পক্ষের একজন খুন হয়। এ মামলার বাদী ছিলেন বাবুল মিয়া। এর জের ধরে গেল কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনা চলছিল।

ঘটনার সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের হামলায় কৃষক বাবুল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। উভয়পক্ষে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করছে।

জেবি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে ব্যবসায়ী হত্যা, দুই ছেলে ও বাবার মৃত্যুদণ্ড
মোংলায় প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা
অবশেষে সেই কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান
হত্যা মামলার আসামি নোয়াখালীর ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার