• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

পটুয়াখালীতে যুবক খুনে জড়িত একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ০৩ এপ্রিল ২০২০, ১৭:৪৩
পটুয়াখালীতে যুবক খুনে জড়িত একজন গ্রেপ্তার

পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মোঃ হাসান প্যাদা (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের দক্ষিণ বড়বিঘাই এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ৫ জন আহত হয়েছে এবং আবদুস সালাম গাজী (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মোঃ হাসান প্যাদার চাচা রাসেল প্যাদা জানান, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির জন্য আজ শুক্রবার স্থানীয় এক আমিন দ্বারা উক্ত জমির সার্ভে করানো হয়।

কিন্তু প্রতিপক্ষ জলিল, সুজন, আজগর, জসিম, সালাম সার্ভে না মেনে সংঘর্ষে লিপ্ত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগে ধারালো অস্ত্র নিয়ে হাসানের মাথায় আঘাত করে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। এ ঘটনায় হাসানের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

এমআর/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহিপুরে ইয়াবাসহ ৩ মাদককারবারী গ্রেপ্তার 
এক কোরালের দাম ২০ হাজার টাকা
দেখা মিলল বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের
মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ক্যাটল শেল্টার উদ্বোধন