ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে আইসোলেশনে মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি, আরটিভি অনলাইন

সোমবার, ০৬ এপ্রিল ২০২০ , ০৬:৩০ পিএম


loading/img
মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলিম উল্ল্যাহ। ফাইল ছবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলিম উল্ল্যাহ মারা গেছেন। তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।

বিজ্ঞাপন

আজ সোমবার বিকেল ৪টার দিকে তিনি মারা যান। চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাতে আলিম উল্ল্যাহ (৬০) বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আজ ৪টার কিছু পরে তিনি মারা যান। ইতিমধ্যে তার নমুনা সংগ্রহ করে সীতাকুণ্ডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

বিজ্ঞাপন

এদিকে, চট্টগ্রামের আনোয়ায়া উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় ওই যুবকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ওসি।

প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত ১২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও কক্সবাজারে তিনজন রোগী শনাক্ত হয়েছে।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |