• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মেহেরপুরে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী নিহত

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ এপ্রিল ২০২০, ০৮:৪৮
স্বামী মৃত্যু স্ত্রী
ছবি সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলায় সন্ত্রাসীদের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্বামী।

গতকাল মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম চম্পা খাতুন (২২) আহত চম্পার স্বামীর নাম জুয়েল রানা (২৪) আহত জুয়েল রানা দিনমজুর। তিনি পূর্বমালসাদহ গ্রামের ইটভাটা শ্রমিক ছমির উদ্দীনের ছেলে। হতাহত দম্পত্তির এক বছরের ছেলে সন্তান রয়েছে।

আহত জুয়েলের বাবা ছমির উদ্দীন আরটিভি অনলাইনকে জানান, রাত দেড়টার দিকে জুয়েল রানা ঘরের বাইরে টয়লেটে গেলে সন্ত্রাসীরা তার ওপর হামলা চা চালিয়ে মাথায় কোপ দেয়। তার চিৎকার শুনে স্ত্রী চম্পা খাতুন ঠেকাতে গেলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি রাত থেকেই তদন্ত করছে পুলিশ।

আহত জুয়েল রানাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
হেনরী ও তার স্বামীর ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন পৌনে ৪ হাজার কোটি
স্ত্রী-সন্তানসহ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রী, কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর সুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা