• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

ফেনী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ এপ্রিল ২০২০, ১৮:২১
ফেসবুক লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
ঘাতক টুটুল

পারিবারিক কলহের জেরে ফেসবুকে লাইভে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। ঘটনাটি আজ বুধবার দুপুরে পৌরসভার ৮ নং ওয়ার্ডের বারাহীপুর পূর্ব বাড়িতে ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী টুটুলকে আটক করেছে পুলিশ।

নিহত তাহমিনা আক্তার এক সন্তানের জননী এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতি ইউনিয়নের আকদিয়া গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে।

ফেসবুক লাইভে ঘাতক স্বামী দাবি করেন, তার স্ত্রীর কারণে তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। তাই তাকে এ মুহূর্তে ধ্বংস করে দিলাম।

একই সঙ্গে তিনি সবার কাছে মাফ চেয়ে বলেন, আমার ভাইবোন ও দেড় বছরের মেয়েটার খেয়াল রাখার আর্জি জানান। পাশাপাশি এই হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত না বলে ঘোষণা দেন।

এদিকে, নিহতের বোন রেহানা আক্তার বলেন, ৫ বছর আগে তারা প্রেম করে বিয়ে করেছিল। তারপর প্রায় আর্থিক সক্ষমতার প্রশ্নে তাদের মধ্যে ঝগড়া হতো। এরই মধ্যে টুটুল তাদের নিকট থেকে বেশ কিছু টাকা নেন। কিন্তু আরও টাকার জন্য চাপ দিলে তাহমিনা অস্বীকৃতি জানান।

এরই একপর্যায়ে আজ বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে স্বামী টুটুল তার স্ত্রীকে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, বারাহীপুর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিহতের স্বামীকে আটক এবং মোবাইলে ফোন জব্দ করার হয়েছে।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধু ছাঁটাই করার দিন আজ
মালামালের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেছে ডাকাতরা
‘হারপিক’ নিয়ে ফেসবুকে তোলপাড়, জানা গেল কারণ
অভিনব কৌশলে স্ত্রীকে খুশি করলেন জাকারবার্গ