• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

বৃদ্ধাকে মা ডেকে ঘর তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ এপ্রিল ২০২০, ০৯:৫২
বৃদ্ধাকে মা ডেকে ঘরে তুলে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের এক বৃদ্ধাকে সম্প্রতি তার ছেলেরা ঘর থেকে বের করে দিয়েছেন। এ খবর পৌঁছায় পুলিশের কাছে। পরে মানিকপুর ইউনিয়নে এই বাড়িতে যায় সিলেট জেলা পুলিশের জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

ওই বাড়িতে গিয়ে সুদীপ্ত রায় ওই বৃদ্ধার ছেলেদের জিজ্ঞাসাবাদ করেন এ বিষয়ে। তবে ছেলেরা সেসময় উল্টো মায়ের ওপর বিভিন্ন অপবাদ ও অভিযোগ তোলেন। বাড়ির পুরো জায়গাটি মায়ের নামে থাকা স্বত্বেও ছেলেরা তাদের বউদেরকে নিয়ে আলাদা আছেন এবং মা নিজে রান্না করে খান।
ছেলেদের এমন অমানবিক আচরণে সবকিছু শুনে অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায় ওই বৃদ্ধাকে মা ডাকেন এবং তার জন্য একটি ঘর তৈরি করে দেয়ার কথা বলেন।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমি এই বৃদ্ধাকে মা বলে সম্বোধন করলাম। সে সময় দুই ছেলে ও ছেলেদের বউদেরকে সতর্ক করে বলেন, ভবিষ্যতে আপনাদের মায়ের কোনও অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের এমন ভূমিকায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায় এলাকাবাসী। এ সময় পুলিশ ও স্থানীয় নেতাদের উপস্থিতে মাসে ১৫ দিন করে মায়ের ভরণপোষণ ও দেখাশোনা দুই ছেলে করবেন বলে ঠিক করেন। আর যদি সেটি না হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন অতিরিক্ত পুলিশ সুপার।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে দোকানে হামলা, অপরাধীদের ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে ‘মারধর’ করে পুলিশে দিল ছাত্রদল
১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে
বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার