• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

৩০০ টাকার জিরা ৪২০ টাকা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ২০:৪০
৩০০ টাকার জিরা ৪২০ টাকা

রাজবাড়ীতে প্রতি কেজি জিরা পাইকারি দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর বড় বাজারে অভিযান চালিয়ে ওই তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

রমজান ও করোনা পুঁজি করে রাজবাড়ীতে পেঁয়াজ, রসুন, আদা ও জিরাসহ সব মসলার দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে শহরের বড় বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৩১৩ টাকা কেজির পাইকারি জিরা ৪২০ টাকা বিক্রি করায় শহরের বড় বাজারের মেসার্স সাগর ট্রেডার্সকে ৪০ হাজার, মেসার্স লোকনাথ ভাণ্ডারকে পাঁচ হাজার ও মেসার্স সুরেন্দ্র নাথ সাহা ভাণ্ডারকে পাঁচ হাজারসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অভিযানে সহযোগিতা করেছেন সিভিল সার্জন অফিসের স্যানিটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিকসহ জেলা পুলিশের সদস্যরা। রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজে অনিয়ম, ২ এজেন্সিকে জরিমানা
হিলিতে ভোক্তা অধিকারের অভিযান, ১৮ হাজার টাকা জরিমানা
নকল শিশুখাদ্য বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে ৩৩৪ কেজি পলিথিন ব্যাগ জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা