• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

রামুতে ‘বন্দুকযুদ্ধে’রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৯ এপ্রিল ২০২০, ০৮:৫২
বন্দুকযুদ্ধ নিহত রামু
ছবি সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গেবন্দুকযুদ্ধেএক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা বাগান এলাকায় ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রশিদ ওরফে খোরশেদ (৩০) তিনি কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি- ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

গোয়েন্দা পুলিশের দাবি ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি মোটরসাইকেল একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মানস বড়ুয়া জানান, ইয়াবার চালান হাত বদলের খবর পেয়ে রাতে গোয়েন্দা পুলিশ অভিযানে যায়। রামুর রাবার বাগান এলাকায় একদল মানুষকে সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করে পুলিশ। কিছু বুজে ওঠার আগেই তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর গোলাগুলি থামলে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ওই যুবকের মরদেহ, ইয়াবা, মোটরসাইকেল এবং অস্ত্র পাওয়া যায়।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, নিহত ১
চাঁদপুরে থেমে থাকা জাহাজে দুর্বৃত্তদের হামলা, নিহত বেড়ে ৭
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত