রাজশাহীতে অসহায় ভিডিপি সদস্যদের ত্রাণ বিতরণ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে রাজশাহীর ৯টি উপজেলায় ২ হাজার ৭০০ অসহায় ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে আনসার বাহিনী।
আজ সোমবার দুপুর ১২টার দিকে পবা উপজেলার নওহাটা কলেজ মাঠে এই ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় রাজশাহীর ৯টি উপজেলায় ২ হাজার ৭০০ অসহায় ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী দিনে আজ ৩০০ অসহায় ভিডিপি সদস্যের মাঝে এক সপ্তাহের খাবার বিতরণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহীর রেঞ্জের পরিচালক ফখরুল ইসলাম।
প্রত্যেক সদস্যকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ , ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১টি সাবান ও ১ টি মাস্ক দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কম্যান্ডান্ট জাহিদ হোসেন এবং ৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক আহম্মদ ফজলে রাব্বি।
এজে
মন্তব্য করুন