ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে কৃষকলীগ

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৫ মে ২০২০ , ১০:৩১ এএম


loading/img
ছবি সংগৃহীত

করোনারভাইরাসের জন্য শ্রমিক সংকট দেখা দেওয়ায় ঝালকাঠির নলছিটিতে কৃষক সিদ্দিক হাওলাদারের চার বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছেন স্থানীয় কৃষকলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

গতকাল সোমবার সকালে নান্দিকাঠি গ্রামের উপজেলা কৃষক লীগের সভাপতি ফিরোজ আলমের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগ স্থানীয় স্বেচ্ছাসেবীরা ধান কাটায় অংশ নেন।

সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত ধান কেটে তারা আঁটি বেঁধে ওই কৃষের বাড়িতে পৌঁছে দেন। ধান কেটে দেওয়ায় খুশি কৃষক সিদ্দিক হোসেন। ধান কাটায় সহযোগিতা করেন স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

বিজ্ঞাপন

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জমান মুনির জানান, কৃষক সিদ্দিক হাওলাদার বাড়ির পাশের চার বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেন। কিন্তু করোনাকালে শ্রমিক সংকট দেখা দেওয়ায় গ্রামের এই চাষি বিপাকে পড়েন। ধান কাটতে না পারার দুঃশ্চিন্তায় ভুগছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে কৃষকলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেন।

উপজেলা কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম বলেন, শ্রমিক সংকটের কারণে যে কৃষক ধান কাটতে পারবেন না, আমরা তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেব। কৃষক লীগ সবসময়ই কৃষকের পাশে থাকবে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |