• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকসহ আরও ৩২ জন করোনা আক্রান্ত

নওগাঁ প্রতিনিধি

  ০৫ মে ২০২০, ১৯:৩৩
নওগাঁ, করোনা, আক্রান্ত
নওগাঁর মানচিত্র। ছবি সংগৃহীত।

নওগাঁয় নতুন করে আরও ৩২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আক্রান্তদের মধ্যে আছেন ২ পুলিশ কর্মকর্তা, ৩ চিকিৎসক ও ৪ স্বাস্থ্যকর্মী।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর মোরশেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আইইডিসিয়ার থেকে পাঠানো ১০৬ টি নমুনার ফলাফলে জেলায় নতুন করে ৩২ জনের করোনা আক্রান্তের কথা বলা হয়েছে।

আক্রান্তদের মধ্যে রাণীনগর উপজেলায় ৭ জন, মহাদেবপুর উপজেলায় ৬ জন, নিয়ামতপুর উপজেলায় ৮ জন, সাপাহার উপজেলায় ৭ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, ধামুইরহাট উপজেলায় ১ জন, ও বদলগাছী উপজেলায় ১ জন। আক্রান্ত ব্যক্তিদেরকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পত্নীতলা থানার পরিদর্শক (অফিসার ইনচার্জ), পরিদর্শক (তদন্ত), মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন ও রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন মেডিকেল অফিসার, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন ও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্যকর্মী।

আক্রান্ত সবাই হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর মোর্শেদ।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁয় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি 
সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
প্রার্থীর মৃত্যুতে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভোটগ্রহণ স্থগিত
X
Fresh