সখিপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষে চাচা খুন, তিন ভাতিজা গ্রেপ্তার
টাঙ্গাইলের সখিপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষে ভাতিজাদের হাতে চাচা খুনের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার ইন্দারজানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোহরাব শিকদার (৪৫) এবং তার ছেলে সোলায়মান শিকদার (১৯) ও ইব্রাহিম শিকদার (১৯)। তাদের সবার বাড়ি উপজেলার দারিপাকা গ্রামে।
সখিপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, চাচা খুনের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার দারিপাকা গ্রামে বিরোধীয় জমির ধান কাটাকে কেন্দ্র করে ভাতিজাদের দায়ের কোপ, টেটা ও লাঠির আঘাতে খুন হন চাচা হারেজ শিকদার (৭০)।
পরে বুধবার নিহতের আহত ছেলে আনোয়ার শিকদার বাদী হয়ে প্রতিপক্ষের মাঈন শিকদারকে প্রধান করে ১০জনকে আসামি করে সখিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এজে
মন্তব্য করুন