• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মানিকগঞ্জের হরিরামপুরে বজ্রাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ০৯ মে ২০২০, ২২:১৪
Lightining, died school student
ফাইল ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে বজ্রাঘাতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হালুয়াঘাটার খড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম (১৫) খড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় নটাখোলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।

এলাকাবাসীরা জানান, রাশেদুল তার তিন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। এ সময় নৌকায় হঠাৎ বজ্রপাত হলে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। তিনজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হলেও, গুরুতর আহত অবস্থায় রাশেদুলকে বিকেল ৫টার দিকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুর্শিদা খাতুন জানান, রাশেদুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে স্বজনরা তার মরদেহ নিয়ে যায়।

এজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থার্টিফার্স্ট উদযাপনের সময় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
ঝরনায় গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
তীরের আঘাতে স্কুলছাত্রের মৃত্যু
বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু