ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

চকরিয়ায় চম্পা ধর্ষণ ও হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১২ মে ২০২০ , ১০:১৪ এএম


loading/img

কক্সবাজারের চকরিয়ায় চলন্ত অটোরিকশায় তরুণীকে ধর্ষণ ও হত্যায় মূল অভিযুক্ত সাজ্জাদ হোসাইন (৩০) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার মরংঘোনা এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, পেকুয়া থেকে সিএনজিযোগে আসার সময় যাত্রী চম্পাকে গত ৬ মে রাতে ধর্ষণের পর খুন করা হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর দিন র‌্যাব অনুসন্ধান করে জড়িত জয়নাল আবেদীন নামে এক সিএনজি চালককে আটক করে। তার স্বীকারোক্তিতে জড়িত সাজ্জাদ নামে অপর সিএনজি চালককে আটক করে অস্ত্র উদ্ধার গেলে তার বাহিনীর লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ সাজ্জাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |