• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

চাঁদপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০২০, ১৩:১৯
Chandpur wife died
ছবি সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিদেশফেরত স্বামীর হাতে খুন হলো স্ত্রী তানজিনা আক্তার রিতু। এ সময় ঘাতক আল মামুন মোহনের হাতে আহত হয় রিতুর মা পারভীন আক্তার ও ভাই প্রান্ত।

গতকাল বুধবার রাতে ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক স্বামী আল মামুন মোহনকে আটক করেছে।

পুলিশ জানায়, বুধবার বিকেলে স্বামী আল মামুন মোহন তার নিজ বাড়ি রায়পুর থেকে ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া শ্বশুরবাড়িতে আসে। ইফতারের পূর্বে স্ত্রী তানজিনা আক্তার রিতুর সঙ্গে কথা কাটাকাটি হয়। আর একপর্যায়ে রিতুকে এলোপাথারি ছুরিকাঘাত করে। এ সময় রিতুর মা পারভীন আক্তার ও ভাই প্রান্ত চিৎকার শুনে এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করে মোহন। পরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে আটকে রেখে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

গুরুতর আহত অবস্থায় রিতু ও তার মা পারভীনকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রিতুকে মৃত ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় পারভীন আক্তারকে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল
আবেগঘন চিরকুট লিখে মুক্তিযোদ্ধার আত্মহনন
স্ত্রীসহ মক্কায় মেসির হজের ছবি ভাইরাল, যা জানা গেল
সান হলিডেজ লিমিটেডের নৌ-বিহার অনুষ্ঠিত