• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

শরীয়তপুরে গবাদি পশুর ঘরে আগুন

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৫ মে ২০২০, ১০:৩১
Fire animal Shariatpur
ছবি সংগৃহীত

শরীয়তপুর সদর উপজেলার সন্তোশপুর গ্রামে গবাদি পশুর ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি গরু পুড়ে মারা গেছে। আরও তিনটি গুরুর ৬০ ভাগ পুড়ে গেছে। বুধবার দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ি ওয়ালার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসী আক্তার জানায়, রাত দেড়টার দিকে হঠাৎ দেখি বাহিরে আলো জ্বলমল করছে। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি গরু পুড়ে অঙ্গার হয়ে গেছে। আর বাকি তিনটি ও আধমরা অবস্থায় রয়েছে। গবাদি পশুর সঙ্গে কি এমন শত্রুতা আমার বুঝে আসছে না। গোয়াল ঘরে বিদ্যুতের লাইন নাই। এছাড়া আগুন লাগার কোনও সোর্সও নাই।

এদিকে, ঘরের দরজা খোলা পেয়ে ঘরে এক জায়গায় থাকা ৩৫ হাজার ও আরেক জায়গায় থাকা ২৮ হাজার টাকা কে বা কারা নিয়ে গেছে।

তিনি আরও বলেন, সম্প্রতি সন্তোশপুর এলাকায় প্রতিদিনই বিভিন্ন বাড়িতে রান্না ঘরে, খরের পাড়ায়, গরু ঘরে কে বা কারা অগ্নিসংযোগ করছে। এ অগ্নি সংযোগের হাত থেকে বাঁচতে এলাকায় প্রতিদিন পাহাড়া দেয়া হয়। আমার স্বামী গতরাতেও পাহাড়ায় ছিল। রাত ১১টার দিকে এক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই বাড়ির আগুন নিভিয়ে রাত একটার দিকে আমার স্বামী বাসায় বাসায় ফিরেছে। সে বাসায় ফেরার কিছুক্ষণ পরেই প্রথমে আমাদের বসতঘরের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। এরপর গোয়াল ঘরে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করা হবে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বইমেলায় ফরিদুল ইসলাম নির্জনের উপন্যাস ‘আগুনজনম’ 
তুরস্কে হোটেলে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭৬
শরীয়তপুরে গরুর খামার থেকে সাতটি হাতবোমা উদ্ধার
গাজীপুরে ঝুট গুদামের আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে