• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

নবীনগরে ৪৭ রাউন্ড গুলি ও রিভলবারসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০২০, ১৬:৪৭
Shot police revolver
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদেশি রিভলবার ও ৪৭ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌর এলাকার ইউএনও অফিস পাড়ার কবির মিয়ার ছেলে আলাল ও বগডহর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইয়াছিন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালায়। ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে সাবেক ইউপি সদস্য মোহন মিয়ার ছেলে সাদেকুল ইসলামের ঘর থেকে ৪৭ রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভালবার উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদেকুল বাড়ি থেকে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, গেল ১২ মে নবীনগর পৌর এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে কয়েকজন অস্ত্রধারী। এ সময় তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে এ ঘটনায় ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটিয়ায় গরু চুরিতে বাধা, ৩ খামারি গুলিবিদ্ধ
টেকনাফে অস্ত্র ও গুলিসহ আটক রোহিঙ্গা ডাকাত
নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে পলিথিনের ব্যবহার
খুলনায় ১১ মামলার আসামিকে গুলি করে হত্যা